শিরোনাম
প্রধানমন্ত্রীকে কটূক্তি, রাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
প্রকাশ : ০৪ জুলাই ২০১৮, ১৯:০০
প্রধানমন্ত্রীকে কটূক্তি, রাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।


বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে তাকে মারধর করে প্রক্টরের কাছে সোপর্দ করা হয়। পরে তাকে পুলিশে দেয়া হয়।


মারধরের শিকার শেখ জসিম উদ্দিন বিজয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনা জেলায়। কোটা সংস্কার আন্দোলনে তাকে সক্রিয় ভূমিকায় দেখা গেছে। বিজয় তার ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ছড়া লেখেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন টিউটোরিয়াল পরীক্ষা দেয়ার জন্য ক্যাম্পাসে আসেন বিজয়। সিনেট ভবনের কাছাকাছি গেলে তাকে আটক করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। তখন তার ফেসবুকে দেয়া স্ট্যাস্টাসের প্রমাণ পাওয়ায় তাকে মারধর করা হয়। পরে বিজয়কে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সোপর্দ করে। এ সময় প্রক্টর দপ্তরেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।


বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীকে ডাইনি বলে কটূক্তি করায় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি তার সাথে শিবিরের সম্পৃক্ততা আছে। তখন আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে দিয়ে দিই।


প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিজয়কে প্রক্টর দপ্তরে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মতিহার থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।


এদিন বেলা ১১টা থেকে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সিনেট ভবন চত্বরে অবস্থান করছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।


বিবার্তা/পাভেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com