শিরোনাম
কোটা আন্দোলনের প্রভাব নেই জবিতে
প্রকাশ : ০১ জুলাই ২০১৮, ২২:২৬
কোটা আন্দোলনের প্রভাব নেই জবিতে
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের প্রভাব থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্যতিক্রম পরিলক্ষিত হয়েছে। কোটা আন্দোলনের কোনোরকম প্রভাব পড়েনি ক্যাম্পাসে।


দীর্ঘ ১ মাসের ছুটি শেষে রবিবার ক্যাম্পাস খুলেই বিভিন্ন বিভাগের ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে ক্যাম্পাসে সতীর্থদের সাথে দেখা করেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই।


এদিকে গত কয়েকদিন থেকে কোটা সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালসহ বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারীরা শারীরিকভাবে হয়রানির শিকার হওয়ায় ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষনা দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারীরা।


কিন্তু এসবের প্রভাব মুক্ত ছিল জবি ক্যাম্পাস। রবিবার সকাল থেকে সারা দিন ক্যাম্পাসের বেশিরভাগ স্থানই ছিল স্বাভাবিক। আন্দোলনের কোনো আভাস পাওয়া যায়নি।


জবিতে আন্দোলনের কোনো প্রভাব না থাকার বিষয়টি জানতে চাইলে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমীন বলেন, আমাদের ক্যাম্পাস আজ খুলেছে। অনেকেই গতকাল ঢাকা এসেছে। তাই তারা ঢাকার আন্দোলনের পরিবেশ বুঝে উঠতে পারেনি।


এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম বলেন, যারা ভালো ছাত্র তারা লাইব্রেরিতে সময় দিচ্ছে। আর যারা বিরোধী দলের টাকা খেয়েছে তারাই মূলত আন্দোলনে
আসছে।


বিবার্তা/আদনান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com