শিরোনাম
নন-এমপিও শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি
প্রকাশ : ১০ জুন ২০১৮, ১৭:৫৮
নন-এমপিও শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা। রবিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থন নেন তারা।


কর্মসূচিতে পুলিশ এক পর্যায়ে বাধা দেয় এবং তাদের তুলে দেয়ার চেষ্টা করে। পের নন-এমপিওভুক্ত শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. গোলাম মাহমুদুন্নবী (ডলার) ও সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায়কে অবস্থান কর্মসূচি থেকে আটক করা হয়।


এ অবস্থায় শ্ক্ষিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকলে দুপুরের পর ছেড়ে দেয়া হয় তাদের। পরে তারা আবারো কর্মসূচিতে অংশ নেন।


বিকাল ৩টায় রবিবারের মতো কর্মসূচি স্থগিত করা হয়। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, সোমবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে পুনরায় পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে।


উল্লেখ্য, গত ৫ জানুয়ারি শিক্ষকদের আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রস্তাবিত বাজেটে এখাতে কোনো অর্থ বরাদ্দ না থাকায় শিক্ষক-কর্মচারীরা এই আন্দোলন শুরু করেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com