শিরোনাম
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩৩ দিনের ছুটি শুরু
প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৭:০২
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩৩ দিনের ছুটি শুরু
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘ ৩৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার থেকে এই ছুটি শুরু হয়েছে। চলবে টানা ২৮ জুন পর্যন্ত।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ও ভিসি দপ্তরের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান জানান, গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস ও পরীক্ষা ২৭ মে থেকে আগামী ২৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।


আগামী ২৯ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা যথারীতি চালু হবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আগামী ১৩ জুন পর্যন্ত চলমান থাকবে। তবে ১৪ থেকে ২৪ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।



এদিকে, বন্ধের আগে শুক্র ও শনিবার পাওয়ায় অধিকাংশ শিক্ষার্থীই ইতিমধ্যে বাড়ি চলে গেছেন। বন্ধ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসগুলো ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।


বিবার্তা/পাভেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com