শিরোনাম
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাবিতে আলোর মিছিল
প্রকাশ : ২৬ মে ২০১৮, ২২:৪৯
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাবিতে আলোর মিছিল
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থী মেহেদী হাসান আরাফাত ও নাজমুল হাসান রানাসহ সড়ক দুর্ঘটনায় নিহতদের সবার স্মরণে ক্যাম্পাসে আলোর মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় এই কর্মসূচি থেকে নিরাপদ সড়কের দাবিও জানান তারা।


‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আলোর মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারের পাদদেশে নিহতদের স্মরণে ‌এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা।


মিছিলে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, মাহাথির মোহাম্মদ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমানসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


প্রসঙ্গত, গতবছরের ২৬ মে বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ দুর্ঘটনার বিচার, অরক্ষিত মহাসড়কের নিরাপত্তা ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে।


বিবার্তা/জোবায়ের/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com