শিরোনাম
সড়কে নিরাপত্তায় ১১ দফা দাবি
প্রকাশ : ২৪ মে ২০১৮, ২০:৫৯
সড়কে নিরাপত্তায় ১১ দফা দাবি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সড়কে জীবনের নিরাপত্তার জন্য ১১দফা দাবি উপস্থাপন করেছে দীপ্ত স্লোগান নামের একটি সংগঠন।


বৃহস্পতিবার শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবির কথা বলেন সংগঠনটির আহ্বায়ক সাখাওয়াত আল-আমিন। ‘সড়কে রক্তপাত ও প্রাণহানি বন্ধ করো, জীবনের নিরাপত্তা নিশ্চিত করো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।


দাবিগুলো হলো


১. ঈদের আগেই সব মহাসড়ক চলাচল উপযোগী করতে হবে এবং দুর্ঘটনাপ্রবন এলাকাগুলো চিহ্নিত করে সতর্কবানী টাঙাতে হবে।


২. ঈদ সার্ভিস চালু হওয়ার আগেই পরিবহন কোম্পানিগুলো যেন তাদের চালক এবং সহকারীদের সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক সিগন্যালের ব্যাপারে যথাযথ প্রশিক্ষণ দেয় সে ব্যাপারে তাদের বাধ্য করতে সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং বিআরটিএকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।


৩. ফিটনেসবিহীন যানবাহনগুলো যেন কোনো অবস্থাতেই মহাসড়কে চলতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।


৪. রাজধানীতে চলাচলকারী গণপরিহনগুলো যেন যত্রতত্র না থামিয়ে নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী তোলা এবং নামানোর ব্যবস্থা করে সে ব্যাপারে তদারকি করতে হবে।


৫. প্রতিটি সিগন্যালে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে এবং প্রয়োজনে সিগন্যাল বাতি চালু করতে হবে।


৬.উল্টোপথে গাড়ি চালালে বা ফুটপাত ধরে বাইক চালালে সে যেই হোক না কেনো, তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।


৭. ফুট-ওভারব্রিজ এবং আন্ডারপাসগুলো প্রয়োজনীয় মেরামত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করে জনসাধারণের চলাচল উপযোগী করতে হবে। ফুটওভারব্রিজ এবং আন্ডারপাস থাকা সত্ত্বেও যদি কেউ তা না ব্যবহার করে সড়ক পারাপারের চেষ্টা করে তবে তাকে জরিমানা-শাস্তির আওতায় আনতে হবে।


৮. বয়োবৃদ্ধ-শিশু এবং শারীরিকভাবে অক্ষম লোকদের জন্য জেব্রা ক্রসিংগুলো কার্যকর করতে হবে এবং বাড়াতে হবে। পরিবেশবান্ধব যানবাহনগুলোকে উৎসাহিত করতে আলাদা সাইকেল লেনের ব্যবস্থা করতে হবে।


৯. ফুটপাতগুলো দখলমুক্ত করে জনসাধারণের চলাচল উপযোগী করতে হবে এবং রাতে চলাচল নির্বিঘ্ন করতে সড়ক বাতিগুলো ঠিক করতে হবে এবং প্রয়োজনীয় জায়গাগুলোতে নতুন করে স্থাপন করতে হবে।


১০. গণপরিবহনসহ সড়কে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নারী নিপীড়নকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।


১১. সড়কে নিহত এবং আহত ব্যক্তি অথবা তার পরিবারকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।


মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাবি শিক্ষক জুয়েল মিয়াসহ দীপ্ত স্লোগান নামক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com