শিরোনাম
পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করেছে কোটা আন্দোলনকারীরা
প্রকাশ : ১৯ মে ২০১৮, ১৩:৫১
পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করেছে কোটা আন্দোলনকারীরা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। পবিত্র রমজান মাস ও সেশন জট বিবেচনা করে পরীক্ষা বর্জনের কর্মসূচি স্থগিত করেন তারা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শনিবার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।


কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের ক্লাস বর্জন কর্মসূচি চলবে বলে জানান তারা। সংবাদ সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের ওপর নির্যাতন, হামলা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।


তারা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর, নির্যাতন ও হল ত্যাগের হুমকি দেয়া হচ্ছে। একটি অতিউৎসাহী, কুচক্রী মহল সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এসব নোংড়া ও ঘৃণ্য কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


এ সময় তারা ঢাবির কবি সুফিয়া কামাল হলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কারণ দর্শানোর নামে নিরাপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানান।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক নুর, ফারুক হোসেনসহ প্রমুখ।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com