শিরোনাম
জবির দুই শিক্ষককে শাস্তি ও অপসারণ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ২২:২০
জবির দুই শিক্ষককে শাস্তি ও অপসারণ
আব্দুল হালিম প্রামাণিক (বায়ে) ও নাসির উদ্দিন আহমদ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণ ও নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম প্রামাণিককে পদন্নোতিতে ২ বছর বিলম্বিতকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।


বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে অপসারণের সিদ্ধান্ত হয়।


উল্লেখ্য, গতবছরের ০৯ জুলাই এব্যাপারে নাসির উদ্দিন আহমদকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিলো।


এদিকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম প্রামাণিকের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় তাকে তিরস্কার করা হয়েছে এবং পরবর্তী পদন্নোতি নির্ধারিত সময়ের চেয়েও দুই বছর বিলম্বিত করার সিদ্ধান্ত হয়।


বিবার্তা/আদনান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com