শিরোনাম
জাবিতে আন্দোলনরত শিক্ষকদের সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ১৩:১১
জাবিতে আন্দোলনরত শিক্ষকদের সংবাদ সম্মেলন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা, অবৈধভাবে ডিন প্রভোস্ট অপসারণ ও নিয়োগের প্রতিবাদে এবং অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচন ও জাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষকেরা।


বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ভবনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে এ সংবাদ সম্মেলন করেন তারা।


সংবাদ সম্মেলনে অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচন ও জাকসু নির্বাচনের দাবি জানিয়ে আন্দোলনরত শিক্ষকেরা বলেন, বিশ্ববিদ্যালয় বর্তমানে গভীর সংকটে নিমজ্জিত, সেশনজটে শিক্ষার্থীদের জীবন অতিষ্ট, র‌্যাগিং নামক অপসংস্কৃতির নিষ্ঠুরতায় দিশেহারা হয়ে পড়েছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া ক্যাম্পাসে মাদক সেবন ভয়াবহতা রুপ নিয়েছে।


এছাড়াও আগামী ৩০ এপ্রিল ও ৩ মে উপাচার্যের অফিস ঘেরাও করার কর্মসুচি ঘোষণা করা। সংবাদ সম্মেলনে বিভিন্ন অনুষদের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com