শিরোনাম
জাবি উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের একাংশের আন্দোলন
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ১৬:০৪
জাবি উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের একাংশের আন্দোলন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে পরিচালনা বিধি লঙ্ঘনের অভিযোগে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


আবাসিক হলের ৯ জন প্রভোস্টকে অব্যাহতি দিয়ে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়ার ক্ষেত্রে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘন করেছেন এমন অভিযোগ করেন ওই শিক্ষকরা।


রবিবার আন্দোলনের অংশ হিসেবে সকাল থেকে আন্দোলনকারী শিক্ষকরা বিভিন্ন সাধারণ শিক্ষকদের রুমে রুমে গিয়ে আন্দোলন নিয়ে আলোচনা করছেন। এ কর্মসূচি চলবে আগামীকাল পর্যন্ত।


আন্দোলনরত শিক্ষকদের দাবিগুলো হল, উপাচার্যের বিশ্বাবিদ্যালয়ের অ্যাক্ট বিরোধী সকল কার্যক্রম বন্ধ, শিক্ষক লাঞ্ছনার বিচার ও তদন্ত কমিটি বাতিল, প্রক্টরসহ প্রক্টরিয়ালবডির অব্যাহতি।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম বলেছেন অব্যাহতি দেয়া সকল প্রভোস্টের মেয়াদ শেষ হয়ে গেছে। নিয়ম মেনেই তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এর আগেও বিভিন্ন উপাচার্যের সময় কয়েকবার একই পদ্ধতিতে প্রভোস্টদেরকে অব্যাহতি দেয়ার নজির আছে।


বিবার্তা/শরিফুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com