শিরোনাম
পাবিপ্রবির সহকারী প্রক্টরকে হুমকির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ১৬:৪৮
পাবিপ্রবির সহকারী প্রক্টরকে হুমকির প্রতিবাদে মানববন্ধন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী প্রক্টর উত্তম কুমার চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের ঢাকা- পাবনা মহাসড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা।


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর উত্তম কুমার চৌধুরীকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানান। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি জানানো হয়।


মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাবিবুল্লাহ, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, সাধারণ সম্পাদক কিসলু নোমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডন, কর্মচারী সমিতির সভাপতি জামসেদ পলাশ, সেকশন অফিসার জহুরুল ইসলাম প্রিন্স ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ।


উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা শহরের অনন্ত এলাকায় উত্তম কুমার চৌধুরীর ভাড়া বাসায় ৮/১০টি মোটর সাইকেলে ১৫ থেকে ১৮ জনের একটি দল যায়। এ সময় তাকে না পেয়ে স্ত্রীকে গালিগালাজ করে। অবিলম্বে প্রক্টর থেকে পদত্যাগ না করলে উত্তম চৌধুরীকে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা। ওই রাতেই উত্তম চৌধুরী পাবনা সদর থানায় জিডি করেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com