শিরোনাম
ঢাবির টিএসসিতে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৫:১৫
ঢাবির টিএসসিতে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চলছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা।


'মাঠের কথা' নামক ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এ মিলনমেলার আয়োজন করা হয়।


শুক্রবার সকাল ১১ টার পর থেকে মিলনমেলায় যোগ দিতে টিএসসিতে আসতে থাকে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। এসময় তাদের বেশ উচ্ছ্বসিত দেখা যায়। দীর্ঘদিন পর দেখা হওয়ায় তারা একে অপরের প্রতি বেশ আবেগপ্রবণ হয়ে উঠেন। বিশ্ববিদ্যালয় জীবনে রেখে যাওয়া স্মৃতিগুলো নিয়ে একে অপরের সাথে গল্প করছেন, কেউ সেলফি তুলছেন, কেউ গান গাইছেন, কেউবা তাদের ছোট ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জিনিস দেখাচ্ছেন।


মিলনমেলায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, জগন্নাথ হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন পোদ্দার, অমর একুশে হল ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম উজ্জ্বল, বিবার্তা টোয়েন্টিফোর ডট নেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসিসহ প্রমুখ।



মিলনমেলায় আসার অনুভূতি জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু বিবার্তাকে বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত অত্যন্ত দুঃসময়ে আমরা সবাই একসাথে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আজকে দীর্ঘদিন পর আবার ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা একসাথে মিলিত হয়েছি। অন্যরকম অনুভূতি কাজ করছে সবার মনে। সবাই যার যার কাজে ব্যস্ত থাকায় কারো সাথে তেমন দেখা হতো না। কিন্তু আজকে মিলনমেলায় এসে সে সুযোগটা হয়ে গেলো।



মিলনমেলার অন্যতম আয়োজক জগন্নাথ হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন পোদ্দার বিবার্তাকে বলেন, মিলনমেলায় এসে কি যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। একসময় যাদের সাথে ১৪-১৬ ঘণ্টা কাটিয়েছি, দীর্ঘ পরিক্রমার পর তাদের সাথে আজ দেখা হলো। অনেক স্মৃতি তাদের দেখে আজ মনে পড়ছে। একসাথে মিলিত হতে পেরে আমরা খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বসিত।


আয়োজকরা জানান, আজ সারাদিনব্যাপী টিএসসিতে গান, নাচ, আড্ডায় কাটাবে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।


বিবার্তা/রাসেল/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com