শিরোনাম
ঢাবির সিন্ডিকেট নির্বাচন : নীলদলের নিরঙ্কুশ জয়
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:৫২
ঢাবির সিন্ডিকেট নির্বাচন : নীলদলের নিরঙ্কুশ জয়
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচনে মোট ১৩টি পদের মধ্যে ১২টি পদে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্যানেল নীলদল বিজয়ী হয়েছেন।


অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদাদলের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান১টি পদে জয় লাভ করেছে।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামাল উদ্দীন এ ফলাফল ঘোষণা করেন।


নীল দল থেকে নির্বাচিতরা হলেন - দুর্যোগ বিজ্ঞান ও ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এসএম মাকসুদ কামাল (প্রভোস্ট ক্যাটাগরি), আইন বিভাগের অধ্যাপক ড. রহমত উল্যাহ (অধ্যাপক ক্যাটাগরি), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হুমায়ুন কবির (সহযোগী অধ্যাপক ক্যাটাগরি), অনুজীব বিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ মিজানুর রহমান (সহকারী অধ্যাপক ক্যাটাগরি) ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জান্নাতুল নাইম (প্রভাষক ক্যাটাগরি), একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ (ফিন্যান্স কমিটি), একাডেমিক কাউন্সিলের সদস্য পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.আলমগীর কবির, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. নেপাল চন্দ্র, আইইআর’র সহযোগী অধ্যাপক আশরাফ সাদেক, সমাজ কল্যাণ ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. সঞ্চিতা গুহ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী।


সাদা দল থেকে ডিন ক্যাটাগরিতে একমাত্র ড. হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।


এর আগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টার দিকে এ ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। এ নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামীপন্থী নীল দল এবং বিএনপিপন্থী সাদা দল৷


নীল দল থেকে সিন্ডিকেট প্রার্থীরা ছিলেন - সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, আইন অনুষদের প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রভাষক জান্নাতুল নাঈমা৷


অন্যদিকে সাদা দল থেকে সিন্ডিকেট প্রার্থীরা ছিলেন - ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. হাসানুজ্জামান, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান লুৎফর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশীদ মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ও রসায়ন বিভাগের প্রভাষক রোকনুজ্জামান৷


এ নির্বাচনের প্রিজাইডিং অফিসার ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন৷ সকাল ১১টার দিকে নির্বাচন কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানি৷


বিবার্তা/রাসেল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com