শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে জাবিতে বিক্ষোভ
প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ২১:৩৫
রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে জাবিতে বিক্ষোভ
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল, সব অসম ও ক্ষতিকর চুক্তির পরিবর্তে বিকল্প প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সন্ধ্যা ৭টার দিকে ‘প্রগতিশীল ছাত্রজোট’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা (প্রান্তিক) গেট থেকে মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মো. দিদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) সম্পাদক মাহাথির মোহাম্মদ এবং সমাপনি বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি ওলিউর রহমান সান।


এসময় সমাবেশে বক্তারা বলেন, সারা দুনিয়ার সকল সাম্রাজ্যবাদকে খুশি রেখে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার পায়তারা করছে সরকার। সরকার জনগণকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কথা বলে যে প্রপাগাণ্ডা চালিয়ে যাচ্ছে তা যে জনবিরোধী সে বিষয়টি দেখিয়ে দেয়ার জন্যই জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনা।


বক্তারা আরো বলেন, সরকার ক্ষমতার বলে অন্যায় সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। যখনই জনগণ এর প্রতিরোধ করতে যায় তখনই তাদের ওপর পুলিশ বাহিনী দিয়ে নিপীড়ন চালায়। এটাই ক্ষমতার চরিত্র। সরকারের এই দৃষ্টিহীনতা, দর্শনহীনতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখবো।


এসময় বক্তারা জানান, জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে তা বিদেশি কোম্পানি গাজপ্রমকে দেয়ার তৎপরতা চলছে। জাতীয় সংস্থাকে পঙ্গু বানিয়ে, গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে উচ্চ দামে বিদেশ থেকে এলএনজি আমদানি করলে তা দেশের জ্বালানি খাতকে বিপর্যস্ত করবে।


এসময় বক্তারা রামপাল ও রূপপুরসহ ক্ষতিকর সব প্রকল্প বাদ দিয়ে জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনায় ঘরে ঘরে শিল্প, কৃষিতে কম দামে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান।


এসময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম, সাধারণ সম্পাদক নজির আমিন চৌধুরী জয়সহ প্রায় ৫০জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিবার্তা/জোবায়ের/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com