শিরোনাম
জবিতে খাবারের দাম কমানো ও মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১৪:০৪
জবিতে খাবারের দাম কমানো ও মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যান্টিনে খাবারের দাম কমানো ও মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জবি শাখা ছাত্র ফ্রান্ট।


সোমবার বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কলা অনুষদ ও বিজ্ঞান অনুষদ হয়ে ভাষ্কর্য চত্তরে এসে শেষ হয়।


জবি শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি কিশোর কুমার বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেসে থাকি। আমাদের হল নাই। আমরা বহুমুখী সমস্যার সম্মূখীন, তারমধ্যে অন্যতম হলো খাবারের সমস্যা।


তিনি বলেন, ক্যান্টিনের খাবারগুলো অনেক নিম্নমান এবং দামেও অনেক উচ্চমূল্য। যেখানে অন্য বিশ্ববিদ্যালয় গুলোতে স্বল্পমূল্যে অনেক ভালো খাবার পাওয়া যায়। তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়েও ক্যান্টিনে খাবারের ব্যবস্থা করতে হবে। এসময় তিনি ২০ টাকায় ক্যান্টিনে দুপুরের খাবারে ডিম-ভাতের ব্যবস্থা করারও দাবি করেন।


এ সময় আরও বক্তব্য রাখেন জবি ছাত্র ফ্রান্ট এর সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ছাত্র ফ্রন্টের অন্য সদস্যরা।


বিবার্তা/আদনান/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com