শিরোনাম
ঢাবিতে শেষ হয়েছে নবান্ন-লোকজ মেলা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ২২:৫৪
ঢাবিতে শেষ হয়েছে নবান্ন-লোকজ মেলা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত 'নবান্ন ও লোকজ মেলা ' শেষ হয়েছে বুধবার রাতে। সন্ধ্যা থেকে শুরু হওয়া বাউল গানের শেষে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে এর আয়োজক বাংলাদেশ ইয়ূথ অ্যান্ড স্টুডেন্টস ফোরাম ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট।


গ্রাম বাংলার ঐতিহ্য শহুরে মানুষের কাছে তুলে ধরতেই স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে ১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর দু’দিন ব্যাপী এ মেলার আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ অ্যান্ড স্টুডেন্টস ফোরাম ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট।


অন্যদিকে বিকেলে আয়োজকদের উদ্যোগে ‘লোকজ সাংস্কৃতিক ও বাংলাদেশ পর্যটন শিল্প’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিকেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।


তরুণদের মধ্যে সংস্কৃতি ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে মুহাম্মদ ফারুক খান বলেন, তরুণদের মধ্যে আমাদের এ সংস্কৃতি সারাদেশে ছড়াতে হবে। এ লক্ষ্যেই কাজ করতে হবে। আমাদের কান্তজির মন্দির, পাহাড়পুর বিহার, ময়নামতি ঘুরে দেখা উচিত। আমাদের প্রতিটি জেলা উপজেলার নিজেস্ব সংস্কৃতি রয়েছে। আমাদের সেগুলোর সাথে পরিচিত হওয়া উচিত।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে এ মেলায় দেশীয় ঐতিহ্যবাহী গ্রাম্য বিভিন্ন রকমের পিঠা, পুলি, খাটি মধু ও হাতে বোনা কিছু কাপড় নিয়ে বিভিন্ন স্টল সাজিয়েছিলেন দোকানিরা। দু’দিন ব্যাপী মেলা শেষে বিপুল পরিমাণ দর্শনার্থীদের বাউল গানের তালে মাতিয়ে শেষ হয়েছে এ উৎসব।


বিবার্তা/লাভলু/মনোজ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com