শিরোনাম
বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৪
বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রভাতফেরি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করেছে বাকৃবি জাতীয় দিবস উদযাপন কমিটি।


একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলসংলগ্ন প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর সেখানে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।


সকাল সাড়ে নয় টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র ( টিএসসি) কনফারেন্স হলে ‘একুশ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান চৌধুরী এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।


সভায় বক্তারা বলেন, একুশই প্রথম আমাদের স্বাধীনতা ও স্বজাতি বোধকে জাগ্রত করেছিল। তাই স্বাধীনতা পরবর্তীকালে দেশের তরুণ প্রজন্মকে একুশকে মনে ধারণ এবং লালন করে দেশের বিপক্ষের সকল শক্তিকে পরাজিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।


বিকালে দিবসটি উপলক্ষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত, সাহিত্য সংঘ এবং সংগীত সংঘের আয়োজনে একুশের কবিতা আবৃত্তি এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


বিবার্তা/শাহীন/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com