শিরোনাম
বশেমুরবিপ্রবিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩০
বশেমুরবিপ্রবিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিন। এরপরে শ্রদ্ধা জানায় অন্যান্য শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এসময় সবাইকে ১ মিনিট নিরাবতা পালন করতে দেখা যায়।


বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরাও এসময় ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।


২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলা ভাষার তাৎপর্য তুলে ধরেন।


এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি সংগঠন ২১টি নির্বাচিত কবিতা আবৃতির আয়োজন করে।


বিবার্তা/সৈকত/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com