শিরোনাম
ঢাবি ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা বলয়
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২১
ঢাবি ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা বলয়
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, টিএসসি মোড়, দোয়েল চত্বর, ভিসি চত্বর, নীলক্ষেত মোড়, জগন্নাথ হল মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যদের টহল দিতে দেখা যায়।


সরেজমিনে গিয়ে দেখা যায়, বহিরাগত কোনো ব্যক্তি কিংবা যাহবাহনকে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন।


পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন। তাই ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী বিবার্তাকে বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার ঢাবি ক্যাম্পাসে হওয়ায় এর দায়-দায়িত্ব ঢাবির ওপর পড়ে। কাজেই মহান একুশে ফেব্রুয়ারিতে যাতে কোনো অঘটন না ঘটে, সেজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com