শিরোনাম
জাবি শিক্ষক সমিতি নির্বাচন প্রত্যাহার বিএনপিপন্থীদের
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৫
জাবি শিক্ষক সমিতি নির্বাচন প্রত্যাহার বিএনপিপন্থীদের
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন ২০১৮ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী শিক্ষকরা।


সোমবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের এ সিদ্ধান্তের কথা জানান তারা।


সংবাদ সম্মেলনে অধ্যাপক শরিফ উদ্দিন বলেন, বেগম খলেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে অন্ধকার প্রকোষ্টে আটকে রেখেছে। তাকে আইনের নূন্যতম অধিকার রায়ের কপি না দিয়ে আপিল করার সুযোগও দিচ্ছে না। এর ফলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তাই আমাদের নেত্রীর মুক্তির বিষয়টি ভেবে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি না।


আগমী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আজ ছিল মনোনয়ণপত্র প্রত্যাহারে শেষ দিন। নির্বাচন উপলক্ষে বিএনপিপন্থী শিক্ষক থেকে ১৫ টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দেয়ায় তারা প্রত্যেকেই মনোনয়নপত্র প্রত্যাহার নিয়েছেন।


সংবাদ সম্মেলনে অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক সৈয়দ কামরুল আহছান, অধ্যাপক শামিমা সুলতানা, অধ্যাপক নজরুল ইসলামসহ ১১ জন শিক্ষক উপস্থিত ছিলেন।


এদিকে নির্বাচনে আওয়ামীপন্থী ২৮ জন প্রার্থী দু’ভাগে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একভাগে সাবেক ভিসি অধ্যাপক শরিফ এনামুল কবিরপন্থী অপর প্যানেলে বর্তমান ভিসি অধ্যাপক ফারজানা ইসলামপন্থীরা লড়ছেন।


বিবার্তা/জোবায়ের/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com