শিরোনাম
টেক্সটাইল সেক্টরে স্বতন্ত্র বিসিএস ক্যাডারের দাবি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৭
টেক্সটাইল সেক্টরে স্বতন্ত্র বিসিএস ক্যাডারের দাবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে টেক্সটাইল সেক্টরে স্বতন্ত্র বি.সি.এস ক্যাডারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।


মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বর্তমানে বস্ত্র খাত একটি টেকসই খাত। এ খাতের রপ্তানি আয় প্রায় ৮৪%। মোট জিডিপিতে আয় প্রায় ১৩%। অথচ এতো নির্ভরযোগ্য সেক্টর হিসেবে কাজ করলেও এই টেক্সটাইল সেক্টরের জন্য কোনো কোনো বিসিএস ক্যাডারের সংস্থান সরকারি চাকরিতে নেই। যদিও সরকার প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দিচ্ছে।


বক্তারা বলেন, অনেক মেধাবী টেক্সটাইল প্রকৌশলী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার পদ না থাকায় নন-ক্যাডারে চাকরি করছে। টেক্সটাইল ক্যাডার ভুক্ত পদ থাকলে এ সব মেধাবী কর্মকর্তা ওই সব পদে নিয়োগ লাভ করত। বাংলাদেশের বস্ত্র খাতকে আরো এগিয়ে নেবার লক্ষে বিসিএস ক্যাডার ভুক্ত পদ প্রয়োজন।


এ সময় উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. ইকবাল মাহমুদ, বিভাগের শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন, মো. রোকুনুজ্জামান, মাহবুবুর রহমান, প্রীতি সরকার, এ.কে.এম আয়াতুল্লাহ হোসনে আসিফ, মো. আজহারুল ইসলাম, মো. জায়েদুল ইসলামসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com