শিরোনাম
জাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৪
জাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘এ্যালামনাই ডে ও মিলনমেলা ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। এ মিলনমেলার আয়োজন করে ‘বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন’। দিনটি উপলক্ষে সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে আসা প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।


শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্যাডিজ অনুষদ চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।


এ সময় উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। তাই অ্যালামনাই ডে ও মিলনমেলা আমাদের সবাইকে আলোড়িত ও আন্দোলিত করে। এই অনুষ্ঠান ঘিরে বর্তমান ও প্রাক্তনদের মাঝে সুন্দর ও সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও সংস্কৃতি চর্চায় এ ধরনের অনুষ্ঠানের প্রভাব খুবই ইতিবাচক প্রভাব ফেলে।


এ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, সমৃদ্ধি ও মান সমুন্নত রাখতে এ্যালামনাই সদস্যদের যে সুযোগ আছে তা কাজে লাগাতে হবে।


উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণিল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালিতে উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


এছাড়াও, বেলা সাড়ে ১১টার দিকে সেলিম আল দীন মুক্তমঞ্চে তৃতীয় ব্যাচে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, দুপুর ২টায় শিশুদের কুইজ প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৩টায় স্মৃতিচারণ অনুষ্ঠান, বিকেল ৫টায় মুক্তমঞ্চে র‌্যাফেল ড্র এবং সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।


বিবার্তা/জোবায়ের/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com