শিরোনাম
চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৯:০০
চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অত্যন্ত জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা।


মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বাণী বন্দনা ১৪২৪ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এতে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজ চিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কৌশিক দেব, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরস্বতী পূজা কমিটির সভাপতি দীপ্ত রায়। চুয়েটের শিক্ষার্থীদের পাশাপাশি জগৎপুর অনাথাশ্রম ও প্রদীপ স্কুলের শিশু-কিশোররাও পূজায় অংশগ্রহণ করে।


সকাল সাড়ে ১০টায় পূজা শেষে অঞ্জলী প্রদানের পর দুপুর ১টায় প্রসাদ বিতরণ করা হয়। সবশেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে সরস্বতী বন্দনার।


বিবার্তা/বিজ্ঞপ্তি/তুলি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com