শিরোনাম
জাবিতে কোটায় ভর্তির সাক্ষাৎকার ৩১ জানুয়ারি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৬:১৮
জাবিতে কোটায় ভর্তির সাক্ষাৎকার ৩১ জানুয়ারি
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার ডেপুটি রেজিস্ট্রারর (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে (প্রশাসন ভবনের তৃতীয় তলা) এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সশরীরে উপস্থিত থাকতে হবে।


সাক্ষাৎকারের সময় অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং জেলা প্রশাসন হতে প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।


বিবার্তা/জোবায়ের/নুর/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com