শিরোনাম
গাইড বই ও কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:৪৮
গাইড বই ও কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোচিং সেন্টার বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক নিয়মে শিক্ষা দেয়া, গাইড বই বিক্রি বন্ধ ও প্রশ্ন ফাঁস রোধ করে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে জেলার সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।


শহরের নিরালা মোড়ে মঙ্গলবার সকালে শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুলবুল খান মাহবুব, সহসভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম প্রমুখ।


বক্তারা বলেন, দেশের অলিতেগলিতে মানহীন কোচিং সেন্টার গড়ে উঠেছে। আর এইসব কোচিং সেন্টার শিক্ষার মান কমিয়ে ফেলছে। পাশাপাশি এই সকল কোচিং সেন্টারে প্রশ্ন ফাঁসসহ গাইড বই ব্যবহার করা হয়। এতে করে শিক্ষার্থীরা দিনদিন শিক্ষাপ্রতিষ্ঠান বিমুখ হয়ে যাচ্ছে।


মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুল কলেজের কয়েকশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।


বিবার্তা/তোফাজ্জল/নুর/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com