শিরোনাম
ঢাবির সার্টিফিকেট জালিয়াতি, ব্যাংক কর্মকর্তা আটক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৬:০৯
ঢাবির সার্টিফিকেট জালিয়াতি, ব্যাংক কর্মকর্তা আটক
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাকে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার দুপুরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। অভিযুক্ত কমল কৃষ্ণ পাল বেসরকারি মার্কেন্টাইল ব্যংকের প্রধান কার্যালয়ের একজন প্রিন্সিপাল কর্মকর্তা।


ব্যাংক কর্মকর্তাকে থাকায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার একজনকে থানায় দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।


জানা যায়, দীর্ঘ আট বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে চাকরি করে আসছেন অভিযুক্ত কমল কৃষ্ণ পাল। ঢাবি শিক্ষার্থী না হয়েও তিনি হুবহু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তৈরি করে দিব্যি কর্মকর্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।


এ ধরণের জাল সার্টিফিকেট তৈরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ চক্রকে ধরার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাহবাগ থানায় সোপর্দ করে।


এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: এনামউজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।


বিবার্তা/মহিউদ্দিন/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com