শিরোনাম
‘কোটা বন্ধ হলে মেধাবীরা চাকরি পাবে’
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৪:৩৭
‘কোটা বন্ধ হলে মেধাবীরা চাকরি পাবে’
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ড. আকবর আলী খান বলেছেন, কোনো দেশেই অনির্দিষ্ট সময়ের জন্য কোটা ব্যবস্থা চালু রাখার নিয়ম নেই। কোটার কারণে দেশের মেধাবীরা আজ বিপন্ন। কোটা বন্ধ হলে অনেক মেধাবীরাই চাকরি পাবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘দ্য প্রেজেন্ট সিভিল সার্ভিস সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে শনিবার সন্ধ্যায় তিনি এই মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।


আকবর আলী খান বলেন, কোনো দেশেই অনির্দিষ্ট সময়ের জন্য কোটা ব্যবস্থা চালু রাখার নিয়ম নেই। বাংলাদেশের বিসিএস ক্যাডার নিয়োগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোটা পদ্ধতি। এর কারণে মেধাবীরা চাকরি পাচ্ছে না। কোটাকে অনেকে খারাপ, ভালো নয়, বাদ দেয়া উচিত এরকম বললেও এর বেশি কিছু বলেন না। পাবলিক সার্ভিস কমিশনে ২৫৭টি কোটা রয়েছে। পৃথিবীর কোনো দেশেই এমন উদ্ভট সিস্টেম নেই।


তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য কোটা সিস্টেম চালু হয়েছিল, কারণ তাদের অবস্থা তখন খারাপ ছিল। কিন্তু এখন মুক্তিযোদ্ধার নামে যে কোটা দেয়া হয় তা নিতান্তই অমূলক।


আকবর আলী খান বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নিয়োগ পদ্ধতিতে অসংগতি রয়েছে। পাবলিক সার্ভিস কমিশন চায় সব পদের জন্য একই পরীক্ষা দিয়ে নিয়োগ হবে। এটি একটি উদ্ভট ধারণা। এর মাধ্যমে সঠিক ক্যাডার পাওয়া যায় না।


নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার সমালোচনা করে তিনি বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার আগে বিচার বিভাগের হাতে যে মামলা ছিল তার চেয়ে বেশি মামলা এখন নিষ্পত্তির অপেক্ষায় আছে।


তিনি বলেন, বাংলাদেশে মামলা হলে তার নিষ্পত্তি কবে হবে তা কারো জানা নাই। বাংলাদেশে এমন অনেক মামলা আছে, যার নিষ্পত্তি গত ৪০-৫০ বছরেও হয়নি। কিছু কিছু মামলা নিষ্পত্তিতে ৫০-৬০ বছরও লেগে যায়। আর এটা প্রশাসনের উন্নতিতে অন্যতম বাঁধা। এর নেপথ্যে রয়েছে ব্রিটিশদের কমন ল’ সিস্টেম।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com