শিরোনাম
ঢাবির গ্র্যাজুয়েট নির্বাচন সম্পন্ন, ফল রবিবার
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ২২:৫৬
ঢাবির গ্র্যাজুয়েট নির্বাচন সম্পন্ন, ফল রবিবার
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনের সর্বশেষ ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।


শনিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে (খেলার মাঠ) ভোট গ্রহণ চলে।


সকালে নির্বাচন শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন।



বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকার বাইরের ২৮ কেন্দ্রে ভোট হয় গত ৬, ১৩ ও ১৬ জানুয়ারি।


সব কেন্দ্রের ভোট গণনা শেষে ২১ জানুয়ারি (রবিবার) এই নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।


এতে নির্বাচনের কমিশনারের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ।



এবার স্বতন্ত্র প্রার্থীসহ তিনটি প্যানেলে মোট ৮০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্য থেকে ২৫ জন সিনেট সদস্য বেছে নেবেন ৪৩ হাজার ৯৯৭ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট।


আওয়ামী লীগ সমর্থিত ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’ ও বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী পরিষদ’ থেকে ২৫ জনের প্যানেল দেয়া হয়েছে। বাম সমর্থিত ‘প্রগতি পরিষদের’ প্যানেল ১৫ জনের।


বিবার্তা/মহিউদ্দিন/শান্ত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com