শিরোনাম
ফল প্রকাশের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ১৫:২০
ফল প্রকাশের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের দ্বিতীয় বর্ষের ফল দ্রুত প্রকাশ ও বিভিন্ন শিক্ষাবর্ষের আটকে থাকা পরীক্ষা দ্রুত নেয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।


তারা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার পর রাজধানীর নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।


বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ২য় বর্ষের পরীক্ষা ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি শেষ হলেও এখন পর্যন্ত রেজাল্ট প্রকাশ করেননি ঢাবি কর্তৃপক্ষ।


এছাড়া ২০১২-১৩ শিক্ষাবর্ষের ৩য় বর্ষের পরীক্ষা ২০১৬ সালের অক্টোবরে শেষ হলেও ৪র্থ বর্ষের পরীক্ষা কবে হবে তা এখনো ঘোষণা করেননি ঢাবি কর্তৃপক্ষ। এতে করে অধিভুক্ত সাত কলেজের প্রতিটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৬-৮ মাসের সেশনজট সৃষ্টি হয়েছে।


অবরোধকারী শিক্ষার্থীদের দাবি, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফলাফল জানুয়ারি মাসের মধ্যে ও বিভিন্ন শিক্ষাবর্ষের আটকে থাকা পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে নিতে হবে।


তারা আরো বলেন, তাদের এ দাবি অতিদ্রুত বাস্তবায়ন করা না হলে প্রয়োজন তারা কঠোর আন্দোলন যাবেন ঢাবি প্রশাসনের বিরুদ্ধে।


গত বছরের ২০ জুলাই অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদুনে গ্যাসের শেল ছোড়ে। সে সময় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি নৃশংসতায় চোখ হারিয়েছেন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর।


গত বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।


এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ লাখ ৬৭ হাজার ২৩৬ জন শিক্ষার্থী ও ১ হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com