শিরোনাম
পাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রসায়ন অলিম্পিয়াড ২০১৭’
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৬:৪৮
পাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রসায়ন অলিম্পিয়াড ২০১৭’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

১৯ জানুয়ারি শুক্রবার প্রথমবারের মতো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে ‘‘অষ্টম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০১৭’’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।


প্রতিযোগিতার প্রাথমিক পর্ব রাজশাহী বিভাগীয় অঞ্চলের একাংশের প্রতিযোগিতা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।


প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ ও শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়।


প্রতিযোগিতায় বিজয়ী ২০ জন শিক্ষার্থীকে মেরিট সনদপত্র ও ক্রেস্ট দেয়া হবে। সেরা ২০ জন কেন্দ্রীয়ভাবে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০১৮ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।


রসায়ন অলিম্পিয়াড ২০১৭ এর যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ ও হুমায়ুন কবির বলেন, রসায়ন অলিম্পিয়াড সুষ্ঠুভাবে করার জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/নুর/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com