শিরোনাম
রেস্তোরাঁয় বসা নিয়ে ঢাবি-ঢামেক শিক্ষার্থীদের সংঘর্ষ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ০৮:৪৫
রেস্তোরাঁয় বসা নিয়ে ঢাবি-ঢামেক শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রেস্তোরাঁয় সিটে বসা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছেন।


মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলের উল্টো দিকে বকশীবাজারের পেনাং রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহাব বিন রিয়াজ, এস এম হেলাল বাধন, মাইনুল হোসেন ও আবদুল কাহহার ফাহিম। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঢামেক সংলগ্ন পেনাং রেস্টুরেন্টে বসা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সলিমুল্লাহ হলের কয়েক শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজের ফজলে রাব্বী হলের শিক্ষার্থীরা মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্ররা গিয়ে ফজলে রাব্বী হলের সামনে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় তারা পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।



ঢাবির আহত শিক্ষার্থী ওয়াহাব বিবার্তা২৪ ডটনেটকে বলেন, ‘আমরা দুই বন্ধু পেনাং রেস্টুরেন্টে গিয়ে দেখি, দুটি সিট খালি আছে। তখন আমরা সেখানে বসে যাই। তারপর দু্ই তরুণী এসে আমাদের এই সিটে বসার কারণ জিজ্ঞেস করেন। আমরা বলি, খালি থাকায় আমরা বসেছি। আর এতে ঐ দুই ছাত্রীর সাথে আমাদের তর্কবিতর্ক হয়। এর কিছুক্ষণ পর তারা কয়েকজন ছেলেকে নিয়ে রেস্তোরাঁয় পুনরায় ফিরে আসেন। ওই ছেলেরা আমাদের টেনে-হিঁচড়ে রেস্টুরেন্টের বাইরে নিয়ে যায়। মারধর করে তারা আমাদের তাদের হলের ভেতরে (ফজলে রাব্বী হল) নিয়ে যায়। খবর পেয়ে আমাদের হল (সলিমুল্লাহ মুসলিম) থেকে ছাত্ররা আমাদের উদ্ধার করতে আসলে সংঘর্ষ শুরু হয়।


আর এ ঘটনা সম্পর্কে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) কোন শিক্ষার্থীর বক্তব্যে পাওয়া যায়নি।


এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বিবার্তা২৪ ডটনেটকে বলেন, “ ঢাবি-ঢামেকের সংঘর্ষের এ ঘটনাটি শুনেছি। আর
এ ঘটনা নিয়ে বুধবার ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে আমরা বসব, কী হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। তদন্ত কমিটি করা হবে।”


বিবার্তা/মহিউদ্দিন/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com