শিরোনাম
ঢাবিতে ৭ কলেজের আর কোনো কার্যক্রম নয় : ভিসি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৮, ২১:২৩
ঢাবিতে ৭ কলেজের আর কোনো কার্যক্রম নয় : ভিসি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেছেন, ঢাবি অধিভুক্ত ৭ কলেজের আর কোনো কার্যক্রম ঢাবি ক্যাম্পাসে হবে না।


উপাচার্য বলেন, ঢাবি অধিভুক্ত মোট প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ১০৪টি। এর মধ্যে নতুন ৭টি কলেজ অধিভুক্ত হওয়ায় এখন হয়েছে ১১১টি। নতুন অধিভুক্ত কলেজগুলোতে কিছু অব্যবস্থাপনার কারণে প্রথম বর্ষের ভাইভাসহ কিছু ব্যাংকিং কার্যক্রম ঢাবিতে সম্পন্ন হয়েছে। এখন থেকে ঢাবিতে অধিভুক্ত কলেজের আর কোনো কাজ হবে না, বরং সবকিছু সংশ্লিষ্ট কলেজগুলোতেই সম্পাদিত হবে।


সোমবার দিনব্যাপি অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি ছাত্রছাত্রীদের আন্দোলনের পর সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য। তবে স্রেফ ক্যাম্পাসে কার্যক্রম বন্ধ নয়, শিক্ষার্থীদের প্রবল দাবি ছিলো ওই ৭ কলেজের অধিভুক্তি বাতিল। কিন্তু তারপরও এটাকে 'অনেকাংশে তাদের বিজয়' হিসেবে অভিহিত করতে কোনো অসুবিধা নেই।


তিনি আরও বলেন, নতুন করে অধিভুক্ত হওয়া ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাবির লোগো ব্যবহার করে ফায়দা নেয়ার চেষ্টা করছে, কিন্তু সময়ের ব্যবধানে সবার ভুল ভাঙবে। নতুন ৭ কলেজের বিশেষ কোনো সুবিধা নেই। তারাও অন্য ১০৪টি কলেজের মতো পরিচালিত হবে।


ঢাবির নিজস্ব শিক্ষার্থী এবং অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার্থীর পার্থক্য স্পষ্ট করে ভিসি বলেন, আমাদের শিক্ষার্থীদের সনদে লেখা থাকে সে কোন হলের শিক্ষার্থী এবং কোন বিভাগ থেকে পাশ করেছে। আর ওইসব কলেজের শিক্ষার্থীদের সনদে লেখা থাকবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের (স্ব স্ব কলেজের নাম) কোন বিষয় থেকে পাশ করেছে সেটা।


গত বৃহস্পতিবার থেকে অধিভুক্তি বাতিল চেয়ে নিজেদের 'মর্যাদা অক্ষুণ্ণের আন্দোলনে' নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় দিনভর বিক্ষোভের পর সোমবার সকালেও একই দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে তারা এক বিক্ষোভ মিছিল বের করে। তাদের বক্তব্য, মাতৃসম প্রাণপ্রিয় ক্যাম্পাসকে বোঝামুক্ত করতে তারা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।


বিবার্তা/রাসেল/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com