শিরোনাম
ভিসির আশ্বাস প্রত্যাখান, রাস্তা অবরোধ শিক্ষার্থীদের
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৮, ১৪:২৭
ভিসির আশ্বাস প্রত্যাখান, রাস্তা অবরোধ শিক্ষার্থীদের
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেছেন, অধিভুক্তদের জন্য ঢাবি ক্যাম্পাস নয়। তাদের জন্য তাদের কলেজের ক্যাম্পাস। অধিভুক্তরা যাতে ঢাবি ক্যাম্পাসে এসে জটলা সৃষ্টি করতে না পারে, সেজন্য ঢাবি প্রশাসন ভিন্ন প্রক্রিয়ার কথা ভাবছে।


অধিভুক্ত বাতিলের দাবিতে বিক্ষোভকারী ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশে রবিবার দুপুরে ভিসি এ কথা বলেন।


তিনি বলেন, অধিভুক্ত সাতটি কলেজকে ঢাবি প্রশাসন থেকে কোনো আইডি কার্ডও প্রদান করা হবে না। অধিভুক্তদের যাবতীয় কাজে যাতে প্রকৃত ঢাবি শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়, সে প্রক্রিয়ার কথা ভাবছে প্রশাসন।



তবে ঢাবি উপাচার্যের এ আশ্বাসে রাজি নয় বিক্ষোভকারীরা। তাদের দাবি, অধিভুক্ত ৭ কলেজকে বাতিল করতে হবে। কোনো আশ্বাসে কাজ হবে না। সরাসরি বাতিলের ঘোষণা চায় তারা। এরপর তারা টিএসসির রাজু ভাষ্কর্যের আশপাশের রাস্তা অবরোধ করে রেখেছে।


বিক্ষোভকারীরা বলেন, তাদের দাবি আদায় করার প্রয়োজনে তারা ক্লাস, পরীক্ষা এমনকি আমরণ অনশনেও যেতে প্রস্তুত।



বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com