শিরোনাম
ঢাকা স্টেট কলেজের রজতজয়ন্তী উৎযাপিত
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৮, ১৭:০৬
ঢাকা স্টেট কলেজের রজতজয়ন্তী উৎযাপিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টেট কলেজের রজতজয়ন্তী শুক্রবার উৎযাপিত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে অবস্থিত শহীদ পার্ক মাঠে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রজতজয়ন্তী পালন করা হয়। কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়।


সকাল সাড়ে ৭টায় শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। শোভাযাত্রায় বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এরপর সকাল ১০টায় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবির নানক এমপি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্টেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. আনছার আলী খান।


শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে গুণগত শিক্ষার উপর জোর দেন। ২৫ বছর সাফল্যের সঙ্গে কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


অতিথিদের বক্তব্যের পাশাপাশি ছিল ক্রেস্ট প্রদান, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


সবশেষে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ঢাকা স্টেট কলেজ সাংস্কৃতিক ক্লাব আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, তারার মেলা ও কনসার্ট।


বিবার্তা/হুমায়ুন/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com