শিরোনাম
জেরুজালেমকে রাজধানী ঘোষণায় ঢাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৩০
জেরুজালেমকে রাজধানী ঘোষণায় ঢাবিতে মানববন্ধন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছে।


শুক্রবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনের আহবায়ক ঢাবির সমাজ কল্যাণের শিক্ষার্থী হাফিজ আল মুনাদি বলেন, জেরুজালেম রক্ষা করতে চাইলে ট্রাম্পের দিকে তাকিয়ে থাকলে চলবেনা৷ ট্রাম্প কি বলল সেটা কোনো বিষয় নয়৷ কারণ এটা আমেরিকার সম্পত্তি নয় বরং তা মুসলিমদের৷ সুতরাং তাদেরকেই তা রক্ষা করতে হবে৷ বিশ্ব মুসলিম দেশগুলোকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে।


এদিন মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।


মানবাধিকার কর্মী শিমুল পারভেজ বলেন, মুসলিমদের দুর্দশার জন্য মুসলিমরাই দায়ী৷ কারণ তারা আজ দায়িত্ব পালন করছেন না৷ তবে আর বসে থাকা চলবেনা। অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে৷ এছাড়াও তিনি রিসেপ তাইয়েপ এরদোগান কর্তৃক পদক্ষেপের প্রশংসা করেন।


বিবার্তা/রাসেল/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com