শিরোনাম
জাবিতে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৩
জাবিতে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।


শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ছাত্র-শিক্ষক প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন।



উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, স্বাধীন, স্বার্বভৌম বাংলাদেশের ৪৬ বছরের অর্জন অনেক গৌরবের। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন অনেক সম্ভাবনার দেশ। তিনি সকল সম্ভাবনা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।


ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


এছাড়া বিজয় মেলা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী করা হয়।


বিবার্তা/জোবায়ের/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com