শিরোনাম
বাকৃবিতে ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ উদ্বোধন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:১৩
বাকৃবিতে ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ উদ্বোধন
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে নতুন স্থাপিত ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ স্থাপনাটি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিমূর্ত মুক্তিযুদ্ধ প্রাঙ্গনে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর নতুন স্থাপনাটির উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।


অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন। এছাড়াও কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।


বাঙালী জাতির ইতিহাস সংগ্রামী স্বাধীনতার ইতিহাস। আর এই ইতিহাস তরূন প্রজন্মেও কাছে তুলে ধরতেই প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত হয়েছে বিমূর্ত মুক্তিযুদ্ধ।


স্থাপনাটিতে বায়ান্ন থেকে একাত্তরের সমগ্র ইতিহাসের মূল নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চেও ভাষণ, স্বাধীনতার মুক্তি সনদ ৬ দফা, ঐতিহাসিক ১১ দফা, মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের পতাকা, ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বও মহান বিজয় দিবসের গৌরবগাঁথা ইতিহাস বিভিন্ন প্রতীকের মাধ্যমে তুলে ধরেছেন স্থপতি শ্যামল চেধুরী ।


বিবার্তা/শাহীন/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com