শিরোনাম
মহিউদ্দন চৌধুরীর মৃত্যুতে চুয়েট ভিসির শোক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৭, ১০:২৮
মহিউদ্দন চৌধুরীর মৃত্যুতে চুয়েট ভিসির শোক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।


সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে ড. রফিকুল আলম বলেন, তিনি ছিলেন চট্টগ্রামের একজন সুযোগ্য অভিভাবক। এতদঅঞ্চলের জননন্দিত জননেতা। চট্টগ্রামের রাজনীতির এই সিংপুরুষকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। চট্টলাবীরের এই শূণ্যস্থান সহজে পূরণ হবার নয়।


তিনি আরো বলেন, সারাজীবন তিনি গণমানুষের জন্য রাজনীতি করে গেছেন। এই অক্লান্ত কর্মবীর তাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত চট্টগ্রামের জন্য মঙ্গল চিন্তা করে গেছেন। চট্টগ্রামের জন্য নিরন্তর কাজ করতে গিয়ে তিনি নিজের শরীরের প্রতি যথাযথ যত্নবান হতেও ভুলে যেতেন। আমরা তাঁর অবদান কখনো ভুলবো না।


ভিসি তার বাণীতে আরো বলেন, তাঁর ইন্তেকালে সকলের মত চুয়েট পরিবারও গভীরভাবে শোকাহত। তিনি চুয়েট পরিবারের জন্য একজন বড় শুভাকাঙ্খী ছিলেন। আমি চুয়েট পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নানতবাসী করেন।


উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। শুক্রবার বাদ আসর লালদীঘির ময়দানে মহিউদ্দিন চৌধুরী জানাজা অনুষ্ঠিত হবে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com