শিরোনাম
জাবিতে ৭ম বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ২০:৪৩
জাবিতে ৭ম বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘ঊষার আলোয় জয়োল্লাসে, মুক্ত করো প্রাণ-দুয়ার’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) সপ্তমবারের মত আয়োজন করছে ‘জাতীয় বিতর্ক প্রতিযোগিতা- ২০১৭’। শুক্রবার থেকে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে।


বৃহস্পতিবার বিকেল তিনটায় জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেইউডিও’র সভাপতি শাহীন রেজা এ তথ্য জানান।


এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, আগামী ১৫-২৩ ডিসেম্বর আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি আন্তঃকলেজ ও আন্তঃস্কুল বিতর্কও আয়োজন করবে জাবি।


প্রতিযোগিতা শেষে ২৩ ডিসেম্বর জেইউডিও’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। ওইদিন সকল পর্যায়ের বিতর্কের ফাইনাল ও পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে।


সংবাদ সম্মেলনে জেইউডিও-র সাধারণ সম্পাদক মুশফিক উস সালেহীন যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মারুফ মোজাম্মেল প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/জোবায়ের/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com