শিরোনাম
ঢাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:০৮
ঢাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যথাযোগ্য মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার নানা কর্মসূচি গ্রহণ করে।


কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত, সেখান থেকে শোভাযাত্রা সহকারে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনস্থ কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গনস্থ স্মৃতিসৌধ এবং বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া।


এদিন দুপুরে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন, ৩য় শ্রেণী কর্মচারী সমিতি, কারিগরী কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে শহীদ শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী চিকিৎসকসহ বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত একটি চেতনাই কাজ করেছে মানুষের মধ্যে, সেই চেতনা বা আদর্শটি হলো একটি উদারনৈতিক, অসাম্প্রদায়িক, মানবিক গুণাবলীর চেতনা যার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বুদ্ধিজীবীরা। আর সে কারণেই পরাজয় নিশ্চিত বুঝতে পেরে এই জাতিকে পঙ্গু করে দেয়ার জন্য পাকিস্তানিরা হত্যা করে বুদ্ধিজীবীদের।


তিনি আরও বলেন, চেতনা, আদর্শ, সত্য এগুলো কখনও বিনাশ হয় না, এর নিজস্ব একটি শক্তি আছে। চেতনার বিকাশ ও গতিশীল রাখার জন্যই মূলত এ ধরনের আলোচনার আয়োজন করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। যুগ যুগান্তরে, বংশ পরম্পরায়, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই চেতনা যেন বিরাজ করে এবং এটিই হবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বোত্তম উপায়।


বিবার্তা/রাসেল/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com