শিরোনাম
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাবি পরিবারের শ্রদ্ধা নিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৬
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাবি পরিবারের শ্রদ্ধা নিবেদন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার সকালেরায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।


এ সময় তার সাথে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


বুদ্ধিজীবী দিবসের স্মৃতি চারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে এসেছি। এদিকে আর মাত্র ২দিন পর বিজয় দিবস। বিজয়ের যখন দু’দিন বাকি তখনই জাতির শ্রেষ্ঠ সন্তানদের, শিক্ষক চিকিৎসক সাংবাদিকদের হত্যা করা হয়েছিল।


মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ১৪ ডিসেম্বর এই নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়েছিল ঘাতকেরা। বিজয় অর্জনের পর রায়েরবাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায় হাত-পা-চোখ বাঁধা দেশের খ্যাতিমান এই বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মৃতদেহ।


তিনি আরো বলেন, বুদ্ধিজীবীদের হত্যায় যারা সহায়তা করেছে তাদের মধ্যে যাদের বিচার এখনো হয়নি, তাদের দ্রুত বিচার কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com