শিরোনাম
সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ১৩:১৫
সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ।


মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল কক্ষে এক সংবাদ সস্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাব এ ফল ঘোষণা করেন।


কলা ও সামজিক বিজ্ঞান ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ হাজার ৯১জন। পাস করেছে ৭ হাজার ৬৬৮ জন। পাসের হার ৬৯.১৪ শতাংশ।


বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৯১৮জন। পাস করেছেন ১ হাজার ৭১৬ জন। পাশের হার ৫৮.৮১ শতাংশ। বিজ্ঞান বিভাগে অংশ নেন ৫ হাজার ৫৯৪ জন। পাস করছে ৪ হাজার ৩২১ জন। পাসের হার ৭৭ দশমিক।


প্রকাশিত ফল http://7college.du.ac.bd/ এই ওয়েবসাইটে পাওয়া যাবে।


উল্লেখ্য, গত ১ ডিসেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ৯ ডিসেম্বর ২০১৭ বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়।


বিবার্তা/রাসেল/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com