শিরোনাম
শেষ হচ্ছে চায়না এডুকেশন এক্সপো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৭, ১৭:৪৭
শেষ হচ্ছে চায়না এডুকেশন এক্সপো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকায় দুই দিনব্যাপী চায়না এডুকেশন এক্সপো শুক্রবার রাতে শেষ হচ্ছে। বৃহস্পতবিার সকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে ডেইলি স্টার ভবনে এ মেলা শুরু হয়। এক্সপো উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, বানিজ্যিক ও সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে শক্তিশালী সম্পর্ক রয়েছে।


এসময় বিদেশে লেখাপড়া করলেও সেই জ্ঞানকে দেশের কল্যাণে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় চীনের সাউথ ওয়েস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটির ডেপুটি ডীন মিস ইয়াং সিউই বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার অবারিত। তিনি শিক্ষার্থীদের কম খরচে ও পূর্ণকালীন বৃত্তি নিয়ে চীনে উচ্চতর ডিগ্রি নেয়ার আহবান জানান।


চীনের সাউথ এশিয়ান এডুকেশন অ্যাফেয়ার অ্যাডভাইজর ড. পার্থ সারথী গাঙ্গুলি বলেন, এ পর্যন্ত সানজেন ইন্টারন্যাশনালের মাধ্যমে বাংলাদেশ থেকে এক হাজার শিক্ষার্থী চীনের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছে এবং তারা দেশে ফিরে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বের সঙ্গে দেশ সেবায় ব্রত হয়েছে। এটা নিঃসন্দেহে প্রশংসার বিষয়।


বিদেশে উচ্চশিক্ষায় সেবাদানকারী প্রতিষ্ঠান সানজেন ইন্টারন্যাশনালের উদ্যোগে ঢাকায় তৃতীয়বারের মতো আয়োজন হচ্ছে চায়না এডুকেশন এক্সপো। বাংলাদেশী এজেন্সীর পাশাপাশি চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও মেলায় এসেছেন।


এখানে রয়েছে চীনের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট অ্যাডমিশন, সার্ভিসের ওপর বিশেষ ছাড় এবং ফাইল ওপেনিংয়ে আকর্ষণীয় গিফটের ব্যবস্থা। এতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠান পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজখবর নেন।


চীনে উচ্চশিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান সানজেন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল হক বলেন, প্রায় শতভাগ স্কলারশিপের কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে চীনে লেখাপড়ায় আগ্রহ বেশি। মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসা প্রসেসিংসহ সার্বিক সেবা সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব।


বিবার্তা/হুমায়ুন/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com