শিরোনাম
নিরাপদ সড়কের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ১৬:২৮
নিরাপদ সড়কের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সড়ক দুর্ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া মোসলেম সিলভির মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় গেটের সামনের সড়কে বৃহস্পতিবার সকাল ১১ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


নিরাপদ সড়ক চাই (নিসচা) নোয়খালী জেলা শাখার উদ্যোগে নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে নিচসার পক্ষ থেকে জনগণকে সচেতন করতে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ শ্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করে।


মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, আইআইএস ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম হোসেন, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, নিসচার জেলা সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন প্রমুখ।


নোবিপ্রবির শিক্ষার্থী সিলভি (২১) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৯ নভেম্বর মারা যান। সিলভি মাইজদি কোর্টস্থ সদর উপজেলার পশ্চিম শাহপুরের বাসিন্দা ছিলেন। সিলভি ফার্মেসি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ৮ম ব্যাচের ছাত্রী।


বিবার্তা/ইকবাল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com