শিরোনাম
জাবিতে বিএনজিএ কনফারেন্স ২৪ নভেম্বর
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৭, ২২:৫৫
জাবিতে বিএনজিএ কনফারেন্স ২৪ নভেম্বর
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল এসোসিয়েশনের (বিএনজিএ) আয়োজনে ১৫তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।


চলতি মাসের ২৪ তারিখ এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। ‘ওয়াটার ইস্যুজ অ্যান্ড সাসটেইনেবল ডেভেপমেন্ট’ থিমকে সামনে রেখে আগামী শুক্রবার সকাল ৯টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে অনুষ্ঠিত হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দ রফিকুল আলম রুমি’র সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রঞ্জন বসু।


অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হকসহ প্রমুখ।


বিবাতা/জোবায়ের/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com