শিরোনাম
আইবিএতে ডাক পেলেন ১৬২ জন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৭, ০৯:২৩
আইবিএতে ডাক পেলেন ১৬২ জন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর ১ম বর্ষ স্নাতক সম্মান (বিবিএ ২৬তম ব্যাচ) শ্রেণীর লিখিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।


এতে মোট ১২০টি আসনের বিপরীতে ৬৯৭৪ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীর মধ্য থেকে ১৬২ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। ১৪ নভেম্বর (মঙ্গলবার) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। ১৮ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য যে, গত ৩ নভেম্বর শুক্রবার ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে, কলাভবন ও ব্যবসায় শিক্ষা অনুষদে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল এ পরীক্ষা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জমান ইনস্টিটিউটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com