শিরোনাম
জবি ছাত্রলীগের ৩ জনকে স্থায়ী বহিস্কার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৭, ২১:৫৩
জবি ছাত্রলীগের ৩ জনকে স্থায়ী বহিস্কার
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ হতে তিনজন কে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বহিষ্কৃতরা হলো, জবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিসাদুল ইসলাম রিসাদ, জবি শাখা ছাত্রলীগ কর্মী সুজন দাস অর্ক এবং রাজিব বিশ্বাস।


শনিবার রাতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যায় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল।


বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, ‘আমরা দীর্ঘদিন পর জবি ছাত্রলীগের কমিটি পেয়েছি। সবাই একটি ভালো পরিবেশে ছিলাম কিন্তু এরই মধ্যে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। এরই মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বার্তায় তাদের তিনজনকে বহিষ্কারের বিষয়টি আমাদের অবহিত করেছে। আমি বলতে চাই যারাই এরকম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে বহিষ্কার করা হবে।’


জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, ছাত্রলীগে এসে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের ছাত্রলীগে থাকার কোনো অধিকার নাই।


প্রসঙ্গত, শনিবার বিকেলে উদ্ধারকৃত টিএসসি তে দেকান বসানো নিয়ে শাখা ছাত্রলীগের কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরলে ৫ ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও পরে সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিবার্তা/আদনান/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com