শিরোনাম
প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো শুরু
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ২০:৫২
প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকায় দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক এডুকেশন এক্সপো রবিবার শুরু হয়েছে। ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০১৭ উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও খন্দকার ফজলে রশিদ।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার ফজলে রশিদ বলেন, দেশের সর্ববৃহৎ এডুকেশন এক্সপো'র অংশীদার হতে পেরে প্রিমিয়ার ব্যাংক গর্বিত। ভবিষ্যতও এমন মহৎ আয়োজনে আমাদের প্রতিষ্ঠান পাশে থাকবে।


তিনি আরো বলেন, এরকম এডুকেশন এক্সপোর বছরে একবার নয়। বেশ কয়েকবার আয়োজন করা উচিত।


বাংলাদেশের স্বনামধন্য সব এডুকেশন কনসালটেন্ট এজেন্সি থাকছে আন্তর্জাতিক এডুকেশন এক্সপোতে। মেলার প্রবেশ ফ্রি, রয়েছে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধির সাথে কথা বলার সুযোগ, স্পট এডমিশন, সার্ভিসের উপর বিশেষ ছাড়, ফাইল ওপেনিংয়ে আকর্ষণীয় গিফট।


অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, অভিভাবকরা যোগ দিচ্ছেন। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে পছন্দসই বিষয়ে পড়ার সুযোগ।


এডুকেশন এক্সপোর সদস্য-সচিব মোখলেসুর রহমানের সঞ্চালনায় ও অনুষ্ঠান কমিটির সমন্বয়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফএসিডি-সিএবি২ এর প্রধান উপদেষ্টা এম কে বাশার, সভাপতি সুমন তালুকদার, সাধারণ সম্পাদক ফরিদুল হক হ্যাপি।


দু’দিনের এ মেলা শেষ হবে সোমবার। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com