শিরোনাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ২০:২৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
জ‌বি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জ‌বি) এর এক যুগ পূ‌র্তি ও বিশ্ববিদ্যালয় দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।


র‌বিবার (২২অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পা‌সে একযুগ ও প্রতিষ্ঠা বা‌র্ষিকীর এ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।


একযুগ পূ‌র্তির এ অনুষ্ঠানে সকাল ৯.১০টায় শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এরপর উপাচার্যের নেতৃত্বে ব্যান্ডদলে সুসজ্জিত প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রাটি শহীদ মিনার চত্বর হতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায় সাহেব বাজার মোড় ঘুরে, ভিক্টোরিয়া পার্ক পরিক্রমণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাপ্ত হয়। এসময় ছাত্র-ছাত্রীরা নানা রঙ-বেরঙের টি-সার্ট ও শাড়ি পরে নেচে গেয়ে র‌্যালিতে
অংশগ্রহণ করেন।
র‌্যালি শে‌ষে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠা‌নের নৃত্য, দলীয় সংগীত, নজরুল গীতি, লোক সংগীত প‌রি‌বেশন ক‌রেন শিল্পীরা। প‌রে দে‌শের সুনাম ধন্য সংগীত তারকা বাপ্পার ব্যান্ডদল ‘দলছুট' এর প‌রি‌বেশনায় শেষ হয় একযুগ পূ‌র্তি।


বিবার্তা/আদনান/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com