শিরোনাম
রাবিতে প্রক্সি দাতা আটক
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ১৪:৫৬
রাবিতে প্রক্সি দাতা আটক
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার প্রথম দিনে জালিয়াতির দায়ে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


রবিবার ভর্তি পরীক্ষার প্রথম শিফট থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


জালিয়াতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর লুৎফর রহমান বলেন, ‘ই-১ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় বিজ্ঞান ভবনের ২২৫ নম্বর রুমে ১৮১৬৬ রোলের শিক্ষার্থী ছিলেন আব্দুল মতিন। তার (মতিন) প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নেয় জালিয়াতি চক্রের সদস্য রবিউল ইসলাম। পরীক্ষার হলের দায়িত্বরত শিক্ষকগণ তার ছবি দেখে সন্দেহ হলে প্রক্টরকে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সত্যতা পেলে তাকে থানায় সোপর্দ করা হয়।


এ বিষয়ে মতিহার থানার ওসি মেহেদী হাসান জানান, ‘জালিয়াতির অভিযোগে রবিউল নামের জালিয়াতী চক্রের সদস্যকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর সত্যতা মিললে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’


উল্লেখ্য, রবিবার দুই ইউনিটের পরীক্ষা ৫ শিফটে অনুষ্ঠিত হচ্ছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ৭৪৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ২৩২ জন শিক্ষার্থীর পরীক্ষা সকালে ও কলা অনুষদের (এ ইউনিট) ৯৪১টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৬৮০ জন শিক্ষার্থীরা পরীক্ষা দিবে বিকেলে। বিশ্ববিদ্যালয় ৯টি অনুষদের ৫৭ বিভাগ ও দুটি ইনস্টিটিউটের অধীনে ৪ হাজার ৭০০ আসনের বিপরীতে তিন লাখ ১৬ হাজার ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।


বিবার্তা/নাঈম/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com